About Executive Director’s Message

Executive Director’s Message

eduact
Mohammed Rafiqul Islam
Founder Executive Director

আমরা নিবেদিত মানবাধিকার প্রতিষ্ঠায়, স্বেচ্ছাসেবার মহান ব্রত নিয়ে নামুজা অর্থনৈতিক উন্নয়ন সংস্থা -নিডো”র সৃষ্টি। NEDO গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক স্বীকৃত স্বেচ্ছাসেবী সংগঠন। মানুষ ও মানবতার উন্নয়ন এই প্রতিষ্ঠানটির মূল ভিত্তি। বে-সরকারী উন্নয়নের ক্ষেত্রে এই সংস্থাটি বগুড়া জেলার প্রত্যন্ত অঞ্চলে উল্লেখযোগ্য অবদান রেখে ব্যাপক পরিচিত লাভে সক্ষম হয়েছে। সংগঠনটি ২০০০ সাল থেকে রোটা: মোঃ রফিকুল ইসলাম এর সাংগাঠনিক পরিকল্পনায় প্রতিষ্ঠিত হয়। সংস্থার নাম করন এবং সাংগঠনিক পরিকল্পনার প্রধান সহযোগী ছিলেন মোঃ আব্দুল মান্নান। তাহা ছাড়াও অসংখ্য উন্নয়ন আগ্রহী ব্যক্তিদের সম্মিলিত প্রচেষ্টায় নামুজা অর্থনৈতিক উন্নয়ন সংস্থা -NEDO প্রাতিষ্ঠানিক রুপ লাভ করে। সংস্থাটি বিগত ২০০৫ইং সালে সমাজ সেবা অধিদপ্তর বগুড়া কর্তৃক নিবন্ধিত হইয়া শিক্ষা, স্বাস্থ্য, নারী ও শিশু অধিকার, নার্সারী, মৎস্য ও গবাদী পশু পালন, হস্ত শিল্প, এইচ,আই,ভি,এইডস সচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রম প্রতিবন্ধীদের উন্নয়নমূলক প্রকল্প এবং ক্ষুদ্র ঋণ কার্যক্রম সহ সেবামূলক কার্যক্রম পরিচালনা করছে। যদি কোন উন্নয়ন সহযোগী ও সাহায্য সংস্থা এই সংগঠনটিতে সহযোগীতা এবং সাহায্যের হাত বাড়ায়ে দেন তাহা হইলে দেশ ও জাতির উন্নয়নে এই সংস্থাটি আরও ব্যাপকভাবে কাজ করতে সক্ষম হবে।